Help Helpless Peoples, Poor Students & Orphans
AICTET
Initiative
আপনার বা আপনার সন্তানের ব্যবহার করা পড়ার বই (ক্লাস - ১ থেকে স্নাতক, ITI , ইঞ্জিনিয়ারিং , মেডিকেল ইত্যাদি) নষ্ট বা ফলে না দিয়ে অথবা ঘরের কোনে না ফেলে রেখে আমাদেরকে পাঠান। আপনার পাঠানো বই হয়ে উঠতে পারে একজনের ভবিষ্যতের আধার। আপনার এই সামান্য দান আরও একজনের ভবিষতের এগিয়ে যাওয়ার কারণ। খাতা , পেন , পেনসিল , স্কুল ব্যাগও দান করতে পারেন।
আপনার সামগ্রী পাঠান নিম্নলিখিত ঠিকানায় Indian Post বা Courier এর মাধ্যমে।
All India Council of Technical Education &
Technology (AICTET)
Uttar Kowgachi, Vivekananda Lane,
P.o. – Shyamnagar
Dist – North 24 PGS
Pin – 743127,
West Bengal, India
Note:-
* দয়া করে ছেড়া ফাটা , অপরিষ্কার , ভাঙ্গা চোরা কোনো জামা কাপড় বা সামগ্ৰী পাঠাবেন না।
* কোনো সহৃদয় ব্যাক্তি যদি AICTET Initiative এর সদস্য হতে চান তাহলে আমাদের whatsapp নম্বর এ যোগাযোগ করুন। Whatsapp
Number: 7605883714
* দান দাতার মানসিকতার ওপর ভিত্তির করে সংস্থার পক্ষ থাকে তাকে AICTET বেস্ট ইন্ডিয়ান সিটিজেন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হবে বছরের শেষে।
*** AICTET কখনও কোনো ব্যাক্তির থাকে আর্থিক সাহায্য গ্রহণ করে না। যদি কোনো ব্যাক্তি AICTET-র নাম করে কোনো কিছু চায় তাহলে স্বত্তর যোগাযোগ করুন ই - মেল্ বা whatsapp নম্বরে।
E-Mail ID : aictet@rediffmail.com, Whatsapp Number:
7605883714
No comments:
Post a Comment